দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে আসলো। ক্যালেন্ডারের পাতায় বছরের শেষ দিনে চলে আসলাম। এই পোস্টটা লিখছি যখন তখন রাতের প্রায় দশটা বেজে গিয়েছে। একটু পর পরই আতশবাজির ফোটানোর আওয়াজ পচ্ছি। একটা মহামারির ভেতর দিয়ে যেতে হয়েছে এবং হচ্ছে পুরো পৃথিবীর মানুষকে। করোনার প্রকেপ কমে নি, কিন্তু মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে খুব বেশি দিন দূরেও থাকতে পারে নি। জীবনের তাগিদে, জীবিকার তাগিদে তাদেরকে পরস্পরের কাছে যেতেই হয়েছে। মহামারির শুরুতে প্রতিদিন মৃত্যুর খবর

মানুষকে বিচলিত করেছে। কিন্তু এখন যেন সবকিছুই স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে।

এই বছরের প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির হিসেব দেখানো টাইপ একটা লিখা লিখতে পারলে বেশ ভালো লাগতো। তবে সেটা এখন চাইলেও করা যাচ্ছে না। লিখালিখি তো বেশ কিছু কারনে দূরে থাকা হয়েছে। আমি মোটেও লেখকশ্রেনীর কেউ নই, কিন্তু যখন আমি হাতে লিখি না, তখনো আমি লিখতে থাকি, আর সে লিখাটা লিখা হয় আমার অবচেতনে। আমি সেখানেও বিস্তর কাটাকুটি করি। আবার লিখি, আবার কাটি, তারপর আবার লিখি। তবে ইদানিং এই ব্যাপারটার যেনো কিছুটা ছন্দপতন হয়েছে। আমি আবারও চেষ্টা করছি ফিরে আসার।

যদিও বলেছি হিসেব টাইপ কোনো পোস্ট নয় এটা, তবু নতুন বছরে পা দেয়ার আগে পুরোনো বছরের কিছু ব্যর্থতা লিখে যাই;

গুডরিডসে বই পড়ার টার্গেটঃ

আমার গুডরিডস প্রোফাইলে এই বছরের শুরুতে টার্গেট করেছিলাম একশ বই পড়ার, পড়তে পেরেছি মাত্র চল্লিশটা বই। অনেক গুরুত্বপূর্ণ, চমৎকার কিছু বই এখনো To Read তালিকায় পড়ে আছে,যা পড়া হয়নি

শারীরিক ওজন নিয়ন্ত্রন

বছরের শুরুতে কঠিন কার্ব-কন্ট্রোল ডায়েট করে চল্লিশদিনের মাথায় এগারো কেজি ওজন কমালেও বছরের শেষ দিকে এসে সেই হারানোর ওজনের অনেকটুকুই ফিরে পেয়েছি। মাঝে মাঝে জিএম ডায়েট করলেও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি

ভ্রমন

এই বছরে বলার মতো কোথাও ভ্রমনে যাওয়া হয়নি। এইখানে এসে করোনাকে দোষ দিয়ে সান্ত্বনা খোঁজা যায় হয়তো, কিন্তু আমি জানি, এটা হয়নি মূলত আমার আলসেমির কারনেই

নতুন উদ্যোগ

এই বছরে আমি বলার মতো কোনো প্রজেক্ট হাতে নিই নি, একটা বড় সময় অফিসের কাজের ব্যস্ততা, বার্নআউটের ব্যস্ততার দোহাই দিয়ে সময় পার করেছি,কিন্তু অলসতাবশতঃ উদ্ভাবনীয় তেমন কোনো কাজে হাত দেয়া হয়নি। করোনা আমার নিজের কিছু আবিষ্কার করেছি, তার ভেতর একটা হলো মিউজিক কম্পোজের প্রতি আগ্রহ। পনেরো ডলার খরচ করে মিউজিক কম্পোজের সফটওয়্যার কিনে ফেলে রেখেছি। কাজ করা হয়নি আর।

অল্প কয়টাই এখানে লিখা হলো। নতুন বছরের নতুন প্রত্যাশার কথাগুলো অন্য আরেকদিন বলা যাবে।