লিখালিখি ব্যাপারটা আমায় স্বস্তি দেয়, তাই মনে যা আসে তারই কিছু কিছু এখানে লিখে ফেলি। সেই লিখাটা বাস্তবে ঘটা কিছু হতে পারে, কাল্পনিক হতে পারে- আমার কাছে লিখে যাওয়াটাই গুরুত্বপূর্ণ।
লিখা নিয়ে কোনো সমালোচনের বা নিছক যোগাযোগের প্রয়োজন মনে হলে মেইল করতে পারেন me@rashedulriyad.net এই ঠিকানায়।