ছেঁড়া পাতার গদ্য - ০৫
রোড ৪এ, ধানমণ্ডি
বিকেল ৩:৩৮
একটু আগেও রোদটা গায়ে লাগছিলো। শীত এসে গেছে, তাই রোদের তেজ তেমন নেই। পাশাপাশি হাঁটছিলাম দুজন। অনেকদিন পর দেখা হয়েছে ওর সাথে। অনেক কথাই জমে ছিল। অনেক কথা বলেছিও, কিন্তু মনে হচ্ছে সব বলা হয় নি।
দেখা হবার পর কেনো যেনো সঙ্কোচ লাগছিলো, চোখাচোখি হতে চোখ সরিয়ে নিচ্ছিলাম (উল্টোটা ঘটাই স্বাভাবিক ছিলো... 😑) দেখে নিজের উপরই বিরক্ত হচ্ছিলাম। কিন্তু ওকে দেখে মনে হল, এই ব্যাপারটায় মজা পেয়েছে। চোখাচোখি হতেই ফিক করে হেসে ফেলল। বলল "এখন খাবে? "