ব্লগ বানিয়ে রেখেছি বেশ অনেকদিন আগেই, কিন্তু আবশ্যক অনাবশ্যক ব্যস্ততায়, কখনো বা স্রেফ কি লিখবো তা বুঝে উঠতে না পারায়, এর আগে প্লাটফরম হিসেবে যে স্ট্যাটিক সাইট জেনারেটর ব্যবহার করেছিলাম সেটা ঠিক মনের মতো না হওয়ায় প্রথম পোস্ট লিখেই থেমে ছিলাম অনেকগুলো দিন, বলা যায় অনেকগুলো মাস।

লিখালিখি আমার কাছে একমাত্র ব্যাপার যেটায় আমি নিজের ভেতর এক ধরনের স্বাধীনতা অনুভব করি। না, আমি কোনোমতেই লেখক টাইপ কেউ নই। ক্ষিধে বা ঘুমের মতোই লিখালিখি আমার কাছে স্বাভাবিক এবং অত্যাবশ্যক একটা কাজ মাত্র, যার অভাব শরীর আর মনকে অকেজো করে দেয়।

...মানে না লিখলে আমি শারীরিক কষ্ট অনুভব করি কি না?

হ্যাঁ, আমি তা অনুভব করি। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর চেয়ে ভালোভাবে মনে হয়না আমি এই মুহূর্তে বোঝাতে পারবো।

কয়দিন আগে ডেভিড পেরেল নামে একজন অনলাইন রাইটারকে টুইটারে ফলো করা শুরু করেছিলাম, সেখানে উনি নিজেকে চ্যালেঞ্জ করেছিলেন যে, টানা ১০০ দিন ধরে তিনি ১০০ টি আর্টিকেল লিখে যাবেন। একজন প্রফেশনাল রাইটার হিসেবে তাঁর অনেক কিছুই লিখার আছে, সেখানে আমার ক্ষুদ্র জ্ঞান এবং অভিজ্ঞতা বিবেচনায় নিলে খুব বেশি কিছু লিখার নেই। তারপরেও আমি নিজের জন্যে অনুরূপ একটা চ্যালেঞ্জ নিচ্ছি। এই বছরে আজকের দিন বাদে আরও ৭৬ দিন বাকি আছে। এর ভেতরে আমি ৪০টি লিখা লিখবো। না, এটা আমার কাছে কোনো স্পেশাল সংখ্যা নয় এবং আগে থেকে আমি এটা ঠিক করে রাখি নি বরং এই লিখাটা লিখতে লিখতে সংখ্যাটা হাতে চলে এসেছে।

কি নিয়ে লিখবো তা এখনো নির্দিষ্ট নয়। তবে কোথাও থেকে শুরু তো করতেই হয়। এখান থেকেই তবে শুরু হোক।