ব্লগের প্রথম লিখা। যদিও এই লিখাটার আগে বেশ কয়েকটা ‘পরীক্ষামূলক ভুক্তি’ লিখে পরীক্ষা করে দেখা হয়েছে, এটাই প্রথম ভুক্তি হিসেবে প্রকাশিত হবে।
আমার লিখার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু থাকবে কি না, সত্যি বলতে আমি এখনো নিশ্চিত নই। একজন মানুষের ব্লগ লিখার হাজারো কারন থাকতে পারে। আমার কারনটা কি?
নিছক নিজের কাছেই যদি লিখতাম, তাহলে বানানের কি শব্দ চয়নের, কোনটার প্রতিই মনোযোগ সেভাবে থাকতো না, যেভাবে একটা ব্লগে লিখার সময় থাকতে হয়। কিছু লিখা থাকে যা নিজ থেকেই যেনো প্রকাশের তাগিদ অনুভব করে। তাই হয়তো এই ব্লগটা।
কখনোই আনুষ্ঠানিকভাবে ব্লগ লিখি নি, কিন্তু স্বল্প অভিজ্ঞতায় এটা জানি যে, ইংরেজীর তুলনায় বাংলায় কিছু লিখা তুলনামূলক কঠিন কাজ, অন্তত আমার কাছে (কেন, সেটা অন্য কোন পোষ্টে কোনো একদিন লেখা হবে)। তারমানে এই নয় যে, আমার ইংরেজী লিখা শুদ্ধ, বরং আমি গ্রামার/ব্যাকরনে ভালোই দূর্বল। বাংলাতে লিখতে হলে, আমার মতে, ‘যথেষ্ট সৎ’ হয়ে লিখতে হয়, যা অনেক সময় বিব্রতকর মনে হয়। তবু, লিখাগুলো আপাতত মাতৃভাষাতেই লিখা হবে।
তাহলে, আমি কি নিয়ে লিখছি?