অনুতাপ এবং উপলদ্ধি
আমার নাম জন। বেশ কিছুদিন দ্বিধার ভেতরে থাকার পর অবশেষে এই লিখাটা লিখতে পারছি। নিজের ভেতরে জমে যাওয়া এই কথাগুলো আমাকে প্রকাশ করতেই হবে।
নিজের সম্পর্কে একটু বলিঃ আমার বয়স এখন ৪৬, পেশায় একজন ব্যাংকার, কিন্তু জীবনের প্রায় পুরোটা সময় আমি যা চেয়েছি, তার উল্টো কাজটাই করেছি। গত ছাব্বিশটা বছর ধরে সপ্তাহে ছয় দিন নয়টা-পাঁচটা চাকরি করতে করতে জীবনের স্বপ্ন, আকাঙ্খাগুলো সব হারিয়ে ফেলেছি। জীবনের পথে যে রাস্তাটা নিরাপদ, প্রতিটা বার আমি সেটাই বেছে নিয়েছি- আর আমার এই মানসিকতা, আমার জীবনটাকেই বদলে দিয়েছে।