তোমাকে ০৩
কেমন আছো তুমি- এই প্রশ্নটা তোমায় করতে ইচ্ছে করে না তেমন। কারণ ধরেই নিয়েছি তুমি ভালো আছো, যে কোনো অবস্থায় তুমি ভালো থাকবে। তোমার আশেপাশে তোমার যত্ন নেয়ার মানুষের অভাব কখনো ছিলো না, এখনো নেই। তাই, তুমি ভালো আছো কি না, এই প্রশ্নটা কিছুটা যেনো অবান্তর মনে হয় আমার কাছে।
কি ভাবছো? তোমার প্রতি রাগ থেকে এই কথাগুলো আমি লিখছি?