ব্লগের প্রথম লিখা। যদিও এই লিখাটার আগে বেশ কয়েকটা ‘পরীক্ষামূলক ভুক্তি’ লিখে পরীক্ষা করে দেখা হয়েছে, এটাই প্রথম ভুক্তি হিসেবে প্রকাশিত হবে।

আমার লিখার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু থাকবে কি না, সত্যি বলতে আমি এখনো নিশ্চিত নই। একজন মানুষের ব্লগ লিখার হাজারো কারন থাকতে পারে। আমার কারনটা কি?

নিছক নিজের কাছেই যদি লিখতাম, তাহলে বানানের কি শব্দ চয়নের, কোনটার প্রতিই মনোযোগ সেভাবে থাকতো না, যেভাবে একটা ব্লগে লিখার সময় থাকতে হয়। কিছু লিখা থাকে যা নিজ থেকেই যেনো প্রকাশের তাগিদ অনুভব করে। তাই হয়তো এই ব্লগটা।

কখনোই আনুষ্ঠানিকভাবে ব্লগ লিখি নি, কিন্তু স্বল্প অভিজ্ঞতায় এটা জানি যে, ইংরেজীর তুলনায় বাংলায় কিছু লিখা তুলনামূলক কঠিন কাজ, অন্তত আমার কাছে (কেন, সেটা অন্য কোন পোষ্টে কোনো একদিন লেখা হবে)। তারমানে এই নয় যে, আমার ইংরেজী লিখা শুদ্ধ, বরং আমি গ্রামার/ব্যাকরনে ভালোই দূর্বল। বাংলাতে লিখতে হলে, আমার মতে, ‘যথেষ্ট সৎ’ হয়ে লিখতে হয়, যা অনেক সময় বিব্রতকর মনে হয়। তবু, লিখাগুলো আপাতত মাতৃভাষাতেই লিখা হবে।

তাহলে, আমি কি নিয়ে লিখছি?

শৈশবকালের একটা বলার মতো অভ্যেস আমি এখনো ধরে রাখতে পেরেছি, আর তা হলো বই পড়া। জীবনের একটা বড় সময় বিনোদনের জন্যে গল্পের বই পড়ে সময় পার করেছি এবং ভেবেছি- হ্যাঁ, অনেক বই পড়া হয়েছে। কিন্তু এটা গর্বের কিছুই নয়, কখনো করিও নি। তবে সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি, আমি আসলে পড়াশোনার প্রস্তুতি নিয়েছি বা এখনো নিচ্ছি মাত্র।

মাঝে মাঝে পড়তে গিয়ে এমন কিছু একটা পেয়ে যাই, সবার সাথে সেটা নিয়ে কথা বলতে ইচ্ছে করে।… ফেসবুকে একটা পোস্ট দিলেই তো হয়ে যায়, সেটার জন্যে ব্লগ কেন? কারন ফেসবুক আমার কাছে সামাজিক যোগাযোগের মাধ্যম, নিজের চিন্তা চেতনার সবিস্তারে প্রকাশের আদর্শ মাধ্যম নয়। এক্ষেত্রে বই হলো সবচেয়ে আদর্শ মাধ্যম। কিন্তু বই লেখেন লেখকেরা। আমি কোনো অর্থেই লেখক, বরং নিজের ভাবনা প্রকাশ করাটাই আমার জন্যে যথেষ্ট। সেক্ষেত্রে ব্লগই আদর্শ মাধ্যম। অন্তর্জালে এমন ভাব প্রকাশকদের আলাদা প্ল্যাটফর্ম আছে, কিন্তু লিখা প্রকাশে নিজস্ব স্বাধীনতার জন্যেই নিজের মতো করেই এই সাদামাটা ব্লগটা বানিয়েছি। নিজে যা পড়েছি, পড়ছি, কি জেনেছি, কি জানতে চাই, কি বলতে চাই, ইত্যাদি নিজের ভাবনাচিন্তা পরিষ্কার করার একটা ‘অজুহাত’ এই লিখাগুলো লিখছি বলা যায়।

নিছক বই পড়া ছাড়াও অনেক আজগুবি চিন্তা মাথায় ঘুরপাক খায়, চারপাশের মানুষ আর প্রকৃতির মাঝে নিজেকে বিভিন্ন ভাবে আবিষ্কার করে নানা সময়ে নানা ভাবনা মাথায় কাজ করে, কিন্তু কারো সাথে বলার মতো সময় বা পরিস্থিতি খুব বেশি আমার হয় নি। যদি হতো, এই নামে ডোমেইনটাই হয়তো কেনা হতো না। কারন, তাঁর প্রয়োজন হতো না।

মাঝে মাঝে কিছু একটা লিখে ফেললে পরিচিত মানুষের কাছে লিঙ্কটা ছুড়ে দেবো, আপাতত এর চেয়ে বেশি কিছু এই ব্লগে নয়।