দিন প্রতিদিন - ০২
শনিবারের সকাল। সপ্তাহের একমাত্র দিন, যখন অফিসের ব্যস্ততা নেই। ঘুম থেকে না চাইলেও যেন উঠতে একটু দেরিই হয়ে যায়। ভোর সকালের সবচেয়ে চমৎকার ব্যাপার কি? ব্যস্তহীনতা। মানুষ জীবিকার জন্যে তখনো ব্যস্ত হয়ে ওঠে না। মানুষের সাথে সাথে প্রকৃতিও যেনো রাতের ক্লান্তি কাটিয়ে সকালে আড়মোড়া ভেঙ্গে নতুন করে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করে।
শিল্প যুগ (Industrial age) পার করে এখন আমরা তথ্য যুগে (Information age) এ ঢুকেছি, কিন্তু, আমাদের জীবনযাত্রার ধরন, চাকরির একটা বড় অংশ শিল্প যুগের মতোই রয়ে গিয়েছে। সপ্তাহে একদিন কি দুইদিন ছুটি পাওয়া, আর সপ্তাহের বাকি কটা দিন কাজ করে যাওয়া - জীবিকার তাগিদে, সচ্ছলতার তাগিদে, নিজেদের টিকিয়ে রাখার তাগিদে।
কিন্তু আমাদের দরকার অবসর। অখন্ড অবসর। এই চাকরিজীবনের মাঝেই। ত্রিশ বছর চাকরি করে অবসর নিয়ে নয়। আমাদের অবসর হওয়া উচিত কয়েক বছর অন্তরে। আচ্ছা, এই যে আমি 'উচিত' শব্দটা বলে ফেললাম, কিসের ভিত্তিতে? আরেকদিন বলা যাবে।
শনিবারের কথা বলছিলাম। এই দিনটা আমার কাছে সারা সপ্তাহের বা মাঝে মাঝে এক মাসের কিছু ব্যাপার নিয়ে হিসেব নিকেশ করার দিন। তাই এই দিনেই নিজের কাজের টেবিলটা একট মোছামুছি করি, ডেস্কটপে অপ্রয়োজনীয় আইকনগুলো ডিলিট করে দিই, যাদের সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে না, তাদের হয়তো নক দেয়া হয়। আর কাছে পিঠে কোথাও হয়তো ঘুরে বেড়াতে যাওয়া হয়, খুব কমই হয় সেটা।
এই দিনটায় অফিস থেকে কোনো ফোন পেতে চাই না। অফিসের কারো সাথেও কথা বলতে চাই না। মাঝে মাঝেই ফোনটা এয়ারপ্লেন মোডে দিয়ে রাখা হয় এইজন্যেই। একটুখানি নিজের মতো করে সময় পার করার জন্যে। শনিবার এইজন্যেই আমার জন্যে 'সেলফ রিফ্লেকশান ডে'।