দিন প্রতিদিন - ০১
আজ শুক্রবার। সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবার দিনটা আলাদা। শৈশবের স্কুল জীবনের এই একদিনই স্কুলে যেতে হতো না, সেখান থেকেই হয়তো এই দিনটায় ছুটির আমেজ মস্তিষ্কে পাকাপাকিভাবে স্থান করেয়েছে। এই মুহূর্তে যে প্রতিষ্ঠানে চাকরি করছি সেখানে শুক্রবারেও আধবেলা অফিস খোলা থাকলেও এই দিনটায় কাজ থাকুক বা না থাকুক, আমেজটা থেকে যায়।
একটা সময় ছিলো বেশ ভোরবেলা ঘুম থেকে উঠে যেতাম। এখন ঘুম থেকে ভোরবেলা উঠে যাওয়াটা এই ঢাকা শহরের নয়টা-পাঁচটা ছকে বাঁধা জীবনে অভ্যস্ত একটা বড় অংশের মানুষের জন্যেই কঠিন এবং আরো সঠিকভাবে বলতে গেলে, অপ্রয়োজনীয় কাজ। এদের একটা অংশ বয়স হয়ে যাবার পর যখন শরীরে নানা রকম রোগের উপসর্গ দেখা দেয়া শুরু করে, ডাক্তারের প্রেসক্রিপশান মেনে চলার জন্যে বোধকরি অনেকটা বাধ্য হয়েই জীবনযাপন ঠিক করার ভান হিসেবে সকালে উঠে হাঁটাহাঁটি করেন। আমি এখনো সেই বয়সে আসি নি, কিন্তু সময় তো চলেই যায়। ছোটবেলার এই অভ্যেসটা আবার ফিরিয়ে আনতে হবে।
বাইরে এই মুহূর্তে চড়া রোদ উঠে গেছে। অক্টোবরের এই সময়টায় শীতের আমেজ থাকলেই বেশি ভালো লাগতো, কিন্তু তিনি এখনো নিজেকে জানান দেন নি।
ইদানিং যে বইটা ঘুমুনোর আগে পড়ছি সেটা হলো নাসিম নিকোলাস তালেবের 'A Bed of Procrustes'। বইটা aphomism টাইপ, নিজের পর্যবেক্ষন আর জ্ঞানকে এক বাক্যের ভেতর দিয়ে প্রকাশ করতে চেয়েছেন। বই আকারে ছোট, সে তুলনায় প্রচুর হাইলাইট করে যেতে হচ্ছে। পড়া শেষ হোক, একটা রিভিউ লিখে ফেলবো।